Monday 19 February 2007

৯৬) তিন তলাতে সোফার সেট

তিন তলাতে সোফার সেট
সেই সোফাতে চর্বি পেট
চর্বি পেটে ছুরির ঘা
দে লাগিয়ে কেষ্ট দা'।

৯৭) ও পথে বাঘ আছে রে বাঘ আছে

ও পথে বাঘ আছে রে বাঘ আছে
পারলে কিছু অস্ত্র তবে রাখ কাছে।
হোকনা শুরু সমুখ লড়াই
দেখবো যুঝে বাঘের বড়াই
বাঘের বড়াই ভাংতে হবে
দস্যি খোকা ভয় কী তবে।

৯৮) পকেটে পকেট ঝনাৎ ঝনাৎ

পকেটে পকেট ঝনাৎ ঝনাৎ
মটরে যখন বেড়াও
সে সব সাহেব সামাল থেকো
মটর করবো ঘেরাও।
অফিসে দেখাও যতই মেজাজ
রক্ত চক্ষু লাল
সামনে আসছে সাহেব তোমার
অকাল মরণকাল।
দালানে রক্ষী যতই লাগাও
সামনে মরণ ওই
তোমার দিকে আজ আমাদের
টিপ টার্গেট সই।

৯৯) দেখা যাক বাপজান

দেখা যাক বাপজান
কতোদূর নামছেন
আর তিনি যেতে যেতে
কতোদূর থামছেন
যাক ভেসে বন্যায়
ঘর বাড়ী দেশটা
দেখা যাক কতো এর
পরিণতি শেষটা।
চাল, ডাল, তেল, নুন,
তরকারি বস্ত্র
ইত্যাদি ঘাটতির
বদলে যে অস্ত্র
তাই দিয়ে মারবার,
জঘন্য কায়দা
দেখা যাক বাপজান
পান যদি ফায়দা
ক্ষতি নেই, গড়ে নিন,
শাদ্দাদী স্বর্গ
আপনি ও আপনার পরিষদ বর্গ!

লুটপাট, হাইজাক,
সন্ত্রাস রক্ষীর
গুম খুন হুলিয়ার
শ্যেন বাজ পক্ষীর
পাঁয়তারা, কতোদিন
চলবে ও চলবে
বুভূক্ষু জনতাকে
পায়ে পিষে দলবে?
সব কথা শেষ তাই
পল্টন বলছে
শাদ্দাদী স্বর্গের
উতখাত চলছে।

১০০) বাজলো বারোটা

বাজলো
বারোটা
তেরোটায়
ঝুল
হিসেবের
অংকও
বিলকুল
ভুল
জনতার
চাপরোষ
দিন দিন
ওই
ঝুলাবেই
তেরোটায়
অ-বশ্যই!

১০১) ভালুক মরে ভূত হয়েছে ভূত

ভালুক মরে ভূত হয়েছে ভূত
শুনেই রাজা বলেন কিনা ধুত!
মন্ত্রী বলেন সাচ্চা এসব
সাচ্চা
ভালুক মরেই জন্ম নিলো খগোল ভূতের বাচ্চা।

বলেন রাজা, এবার তবে নিয়াস ছাড়ি স্বস্তির
ভূতের কথা শুনলে পরে হই যে আমি অস্থির!
মন্ত্রী হাসেন হো হো হো হো এমন কী আর অন্যায়
কালকে ভোরেই রাঙ্গিয়ে দেবো রক্তলালের বন্যায়।
বলেন রাজা, সেটাই করো সুস্থে এবং আস্তে
নইলে দেখো আমরা সবাই পারবনা তো বাঁচতে।
মন্ত্রী বলেন, ঠিকসে হুজুর কর্ম হবে পাক্কা
ভালুক-ভূতের মারতে হলে ঘুরিয়ে দেবো চাক্কা
পণ করেছে মন্ত্রী-রাজা ভূতের সাথে লড়তে
পণ করেছে রক্ত নেবে পায় যদি তার ধরতে।
ভূতের সাথে লড়তে গিয়ে রাজাই হলেন "ভূ-ত"
আহা হা-হা সবাই শুনে বলছে কি-না ধু-ত!

Sunday 18 February 2007

১০২) লাভের মানুষ লোভের মানুষ - হুম

লাভের মানুষ লোভের মানুষ - হুম
ব্যবসা ছাড়ো নইলে হবে - গুম
ভূঁড়ির বাহার না কমালে - ধুম
এলেমজিটা পাড়িয়ে দেবে - ঘুম

১০৩) দাম বাড়ালে চালের ডালের

দাম বাড়ালে চালের ডালের
দাম বাড়ালে নুনের
শাস্তি তোমায় দেবোই দেবো
লক্ষ মানুষ খুনের।
নিত্য জিনিস উধাও বাজার
করলে গুদাম জাত
পেটের নাড়ি ছিঁড়বো টেনে
মরবে অকস্মাত।
ব্যাকিং তোমার যতই থাকুক
ঘনায় মরণ ঘোর
হও হুঁশিয়ার চোর বাটপার
রে মুনাফাখোর।

১০৪) রক্ষী তুমি যতই পাঠাও

রক্ষী তুমি যতই পাঠাও
রক্ষে পাবে না
এই জনতা তোমার পিছে
আর তো যাবে না।
যা দিয়েছো 'কঞ্চকলা'
তাতেই থাকো খুশী
আমরা এখন বাগিয়ে আছি
মুঠোয় পুরে ঘুষি।

১০৫) হাতিশালে হাতি ছিলো

হাতিশালে হাতি ছিলো
ঘোড়াশালে ঘোড়া
আর ছিল ভাগ্যটা
অগ্নিতে পোড়া
ফাঁক পেয়ে হাতি গেলো
ঘোড়া দিল ছুট
চিতা বাঘ করে নিল
সব কিছু লুঠ।
ইদানীং বন্ধুর
মন বড় কালো
নিভে গেছে প্রাসাদের
সব ক'টি আলো!